ইউনিকোড বক্সে আপনার ডকুমেন্টের ইউনিকোডে লেখা কপি করে পেস্ট করুন। এরপর 'ইউনিকোড বিজয়ে কনভার্ট করুন' বাটনে ক্লিক করে বিজয় বক্সে বিজয়ে কনভার্ট করা লেখা দেখতে পারবেন। লেখা ভাঙ্গা এলে 'বিজয় ভাঙ্গা লেখা ঠিক করুন' বাটনে ক্লিক করলেই বিজয়ে ভাঙ্গা লেখা ঠিক হয়ে যাবে। আমাদের সিস্টেম প্রচলিত অন্যান্য কনভার্টার থেকে সবথেকে বেশি আর নিখুঁতভাবে বিজয়ের ভাঙ্গা লেখা ঠিক করতে পারে।
আপনার লেখায় যদি বাংলা, ইংরেজি দুইই থাকে, তাহলে 'বাংলা, ইংরেজি একসাথে দেখান' বাটনে ক্লিক করলে নিচের বক্সে SutonnyMJ দিয়ে বাংলা এবং Times New Roman দিয়ে ইংরেজি লেখা আসবে। এটা কপি করে সরাসরি ওয়ার্ডে পেস্ট করে নিতে পারবেন।